শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় মোবাইলের দোকানের টিন কেটে প্রায় চার লক্ষ এক চল্লিশ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। মঙ্গলবার ( ১৮ জানুয়ারি ) দিবাগত রাতে ২০ নং ওয়ার্ডের হোসাইনিয়া মাদ্রাসার অপর পাশে নথুল্লাবাদ পোল সংলগ্ন মোবাইল গার্ডেন নামে একটি মোবাইলের দোকানে টিন কেটে এই চুরির ঘটনা ঘটে।
দোকান মালিক ইকবাল হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়ী চলে যান তিনি। এরপর পরের দিন বুধবার সকালে দোকান খুলে দেখেন দোকানের উপরের সেলিং খোলা এবং টিন কাটা রয়েছে। সেলিং এর সাথে থাকা সিসি ক্যমেরা চোরচক্র অপর একটি টিনের উপর রেখে যায়। তিনি বলেন দোকানের স্মার্ট মোবাইল সহ প্রায় চার লক্ষ একচল্লিশ হাজার টাকার মালামাল চুরি হয়ে গেছে। এ ঘটনায় দোকান মালিক ইকবাল হোসেন বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন।
এদিকে দোকানে চুরি হওয়ার বিষয়টি নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে চরম হতাশ দেখা দিয়েছে। ফলে অতি দ্রুত চোরচক্রকে কোতয়ালি মডেল থানা পুলিশ আটক করতে পারবে বলে মনে করেন সেখানকার ব্যবসায়ীরা।
বিষয়টি নিয়ে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আজিমুল করিম বলেন, বিষয়টি শুনেছি, পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply