সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৮:২২ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ইয়াবা রাখার অভিযোগে দায়ের করা মামলায় বরিশাল নগরীর মাদক কারবারি শাহিন রাঢ়ীকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালতের বিচারক। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের দণ্ডাদেশ দেয়া হয়।
মঙ্গলবার বিকেলে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শাহীন রাঢ়ী বরিশাল নগরীর সাগরদী কারিকর বিড়ি ব্রাঞ্চ রোডের তোফাজ্জেল রাঢ়ীর ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী হেদায়েতুনবী জাকির জানান, ২০১৭ সালের ৯ জুন গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই দেলোয়ার হোসেন তার সঙ্গীয় ফোর্স নিয়ে শাহীন রাঢ়ীর বাসায় অভিযান চালায়। উদ্ধার করা হয় ২৫০ পিস ইয়াবা। ওইদিনই শাহিনকে একমাত্র আসামি করে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়।
একই বছর ১৬ আগস্ট তদন্ত কর্মকর্তা এসআই অশোক পাল শাহিনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ওই রায় ঘোষণা করেন।
Leave a Reply