বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:০৫ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীতে পাঁচজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় শারীরিক দূরত্ব উপেক্ষা, মাস্ক না পরা ও জনসমক্ষে ধূমপান করায় পাঁচজনকে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশাল নগরের নথুল্লাবাদ বাস টার্মিনালসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা ।
এসময় সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি না মেনে শারীরিক দূরত্ব উপেক্ষা করায় শাহ আলম ও মো. রানাকে দেড় হাজার টাকা, জনসমক্ষে ধূমপান করায় মিলনকে তিনশ’ টাকা এবং মাস্ক না পরায় সাব্বির ও মিলনকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদস্যদের সহযোগিতায় অভিযানে বিআরটিএর পরিদর্শক ইকবাল আহমেদ উপস্থিত ছিলেন।অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply