শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল নগরীতে চাঁদা না পেয়ে বাউন্ডরী দেয়াল ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়া গেছে দুই চাঁদাবাজ এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নগরীর উত্তর সাগরদী এলাকার ২৩ নং ওয়ার্ডের সিএন্ডবি ১ নং পোল সংলগ্ন স্থানে। এঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি সাধারন ডায়রি করা হয়েছে ।
ছবি: ভয়সে অব বরিশাল
ওই এলাকার মৃত মোদাচ্ছের হোসেনের ছেলে মুজিবুর রহমান ২৪৯৪ দাগের ৫ নং খতিয়ানে ৪.১৭ শতাংশ জমি ক্রয় করেন। পরে জমির নকশা অনুযায়ী ক্রয়কৃত জমির চারপাশে বান্ডরী দেয়াল নির্মান করে দেন। সোমবার (২২জুন ) দশটার দিকে একই এলাকার চাঁদাবাজ মৃত খলিলুর রহমানের পুত্র জিয়াউর রহমান রুমি (৫৫), মৃত মাহাবুবুর রহমানের পুত্র লুৎফর রহমান মাসুদ (৫৭)তিন ফুঁট উচু দেয়াল ভেঙ্গে ফেলে। এ ঘটনায় মুজিবুর রহমান কোতয়ালী মডেল থানায় একটি সাধারন ডায়রি করেন। যার নং ৫৫২।
জিডি সুত্রে জানা যায়, জমি ক্রয় করার পর থেকেই মাসুদ ও রুমি দীর্ঘদিন যাবত মুজিবুর রহমানের কাছে চাঁদাদাবী করে আসছিলো। পাশাপাশি চাঁদা না দিলে জমি দখল করে নিবেন বলে হুমকি প্রদান। দেয়াল ভাঙ্গার সময় স্থানীয়রা নিষেধ করলেও কোনো কর্নপাত করেনি।
ছবি: ভয়সে অব বরিশাল
ব্যবসায়ী কাজে বেশি সময় মুজিবুর রহমান ঢাকায় থাকেন বলে জানা গেছে। সেই সুযোগে সোমবার এক পাশের একটি দেয়াল ভেঙ্গে ফেলায় ওই চাঁদাবাজরা।
Leave a Reply