বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল মেহেন্দিগঞ্জের আফরোজা বেগম নামে এক গৃহবধু স্বামীর অর্ধলক্ষ টাকা ও স্বর্ন নিয়ে অজানার উদ্দেশ্যে পারি দিয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় স্বামী সিদ্দিক মৃধা কোতয়ালী থানায় একটি সাধারন ডায়রি করেছেন। যার নং ৫০৪।
এক সন্তানের জননী আফরোজা বেগম মেহেন্দিগঞ্জের পাথারহাট থানার গাগরীয়া চর ইউনিয়নের শহিদ বেপারীর মেয়ে। আফরোজা বেগমের স্বামীর বাড়ি বরিশাল নগরীর ২২ নং ওয়ার্ডের জিয়া সড়ক এলাকার হাওলাদার বাড়ি।
সে আব্দুল রব মৃধার ছেলে সিদ্দিক মৃধা পেশায় একজন দিনমজুর। জিডি অনুযায়ি জানা যায়, আফরোজা এর আগে স্বামী ও ৫ বছরের কন্যা সন্তান রেখে ঘর থেকে পালিয়ে যায়। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজি করে এক আতœীয়র বাড়ি থেকে উদ্দার করা হয়।
এদিকে রবিবার ( ১২জুন) রাত এগারোটার দিকে ঘরের আলমারীতে থাকা ৫০ হাজার টাকা ও স্বর্ন নিয়ে পালিয়ে যায় আফরোজা। ঘুম থেকে উঠে সকালে স্ত্রীকে না দেখতে পাওয়ায় আশপাশের বাড়িতে খোঁজ করেন,পাশাপাশি তার মুঠো ফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায় বলে জানান সিদ্দিক।
খোঁজাখোঁজি করে না পেয়ে ঘরে প্রবেশ করে দেখেন আলমারীতে থাকা টাকা ও স্বর্ন নেই। এসময় কন্যা সন্তান শান্তা ( ছদ্দনাম),কান্নাকাটি করলে পিতা সিদ্দিক তাকে সান্তনা দিয়ে রাখেন। অপরদিকে থানায় সাধারন ডায়রি করে হরন্য হয়ে খুঁজে বেরাচ্ছেন সিদ্দিক। বিষয়টি নিয়ে আফরোজার মুঠো ( ০১৩০৭০…৫০) ফোনে কল দিলে তা বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
Leave a Reply