শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন
থানা প্রতিনিধি॥ নগরীর ২৫নং ওয়ার্ডস্থ পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ তারিকুল ইসলাম ওরফে রাসেল হাওলাদার (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আটক রাসেল রূপাতলী এলাকার মৃত আবুল কাশেম হাওলাদারের পুত্র। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় গোয়েন্দা ডিবি পুলিশ অভিযান চালিয়ে রাসেলকে আটক করে।
পরবর্তীতে তার বসত ঘর তল্লাশী করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply