শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি ॥
বরগুনায় কবলা জমির মালিক বশত ঘর নির্মান করতে গেলে, সন্ত্রাসী বাহিনী দিয়ে জমির আইল সিমানা ভেঙ্গে ফেলে ও বশত ঘর নির্মানে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়নের পশ্চিম দুফাতি গ্রামে, স্থানীয় সুত্রে জানা যায়, মৃত হাসেম আলীর পুএ আব্দুল মালেক চৌকিদার তার নিজ কবলা ও রেকডিও সম্পত্তিত্বে বশত ঘর নির্মান করতে ছিলো। ঐ মুহুত্বে একই গ্রামের মৃত সত্তার খানের পুত্র হিরু খানঁ, বশির খানঁ, সাদিয়া, আফরোজা, হিরুর স্ত্রী সহ আরোও অপরিচিত ৬/৭ জন বাড়াটিয়া সন্ত্রাসী নিয়া রামদা, ছেনা, বাশের লাঠি, লোহার রড, নিয়া মালেকের বাড়ীর জমির আইল সিমানার পিলার ও বেড়া ভেঙ্গে ফেলে ও বশতঘর নির্মান করতে বাধা দেয়।
জমির মালিক আ: মালেক সাংবাদিকদের বলেন, আমার জমিতে আমি বশতঘর নির্মান করলে, অভিযুক্তকারীদের মোটা অংকের চাদা দিতে হবে, আমি টাকা দিতে অস্বীকার করলে, বশতঘর নির্মান করার সময় সন্ত্রাসী বাহিনী নিয়া আমার বাড়ীতে প্রবেশ করে অস্ত্রের মহড়া দিয়ে খুন যখমের ভয় দেখিয়ে, আমার বশতঘর নির্মান করতে বাধা দেয়। ও জমির আইল সিমানার বেড়া ভেঙ্গে ফেলে। এব্যাপারে আমি বরগুনা পুলিশ সুপার ও বরগুনা সদর থানায় অভিযোগ করি। এবিষয় অভিযুক্ত হিরু গংদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply