সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৩৩ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ গভীর বঙ্গোপসাগরে ডাকাতি সময় প্রতিপক্ষের হামলায় নিহত হন বরগুনার নিশানবাড়িয়া এলাকার আল আমিন নামে এক জেলে। নিহত হওয়ার দেড় বছর পর পুলিশের জালে ধরা পড়ল সেই হত্যাকাণ্ডের দুই খুনি।
আটকরা হলো, চট্টগ্রামের বাঁশখালী ইউপির আবদুল গফুরের ছেলে কাউসার ও আনোয়ারা থানার বুজরুছ মিয়ার ছেলে মাহমুদুল।
গত বছরের ১৩ মার্চ গভীর বঙ্গোপসাগরে ডাকাতির সময় খুন হয় আল আমিন। এ ঘটনায় ওই সময় পাথরঘাটা থানায় ১৪ মার্চ একটি মামলা করেন নিহত আল আমিনের পরিবার।
পাথরঘাটা থানা পুলিশ ২১ ও ২২ অক্টোবর চট্টগ্রাম থেকে দু’জনকে আটক করে পাথরঘাটা থানা পুলিশ। শনিবার বিকেলে তাদের বরগুনা আদালতে হাজির করে রিমান্ড চাইলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পর লুণ্ঠিত মোবাইল ফোনের সূত্র ধরে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে আটক করা হয়। আটকদের শনিবার বরগুনা আদালতে হাজির করলে তাদেরকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
পাথরঘাটা থানার ওসি (তদন্ত) সাঈদ আহমেদ জানান, মোবাইল ফোনের সূত্র ধরেই তাদেরকে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে। যেহেতু মামলাটির তদন্তাধীন। আসামিদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত রিমান্ড মঞ্জুর করেছে। তাই তদন্তের স্বার্থে এ বিষয়ে বেশি কিছু জানানো সম্ভব না।
Leave a Reply