মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:৩০ পূর্বাহ্ন
মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় পৌরশহরের প্রাণকেন্দ্রে প্রবাহমান খাল বালু ভরাট করে দখলের অভিযোগ উঠেছে। এতে প্রবাহমান খালের পানির প্রবাহ আটকে গেছে। সেই সঙ্গে খালে শহরের বর্জ্য আটকে পরিবেশ দূষণ ঘটছে। অভিযোগ উঠেছে, শহরের কেন্দ্রীয় জামে মসজিদের স্থানে নতুন করে মডেল মসজিদ নির্মাণের নাম করে কতিপয় প্রভাবশালী খালটি বালু ভরাট করে দখল করে নেয়।
সরেজমিনে দেখা গেছে, মঠবাড়িয়া শহরের দুই শ বছরের কেন্দ্রীয় জামে মসজিদটি অপসারণ করে একটি মডেল মসজিদ নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়। শহরের নিউমার্কেট আবাসিক এলাকার পাশ দিয়ে প্রবাহিত খালের পাশজুড়ে এ মডেল মসজিদটির নির্মাণ কাজ চলছে। এ মসজিদ নির্মাণে জমি সংকট না থাকলেও কতিপয় প্রভাবশালী পার্শ্ববর্তী খালে পাইলিং দিয়ে বালু ভরাট করে দখল করে। এতে প্রবাহমান খালটি মরাখালে পরিণত হয়েছে। শহরের ময়লা আটকে পরিবেশ দূষণ ঘটছে। উত্তর পার্শ্বের খালে বালু ফেলে ভরাট করার অভিযোগ উঠেছে। ভরাট করার পর পানি সরবরাহের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
পৌরবাসীর অভিযোগ, মডেল মসজিদ নির্মাণের নামে নিউমার্কেটের আবাসিক এলাকার ড্রেন ও গৃহস্থ পানি নিষ্কাশনের একমাত্র খালটি দখলে মরা খালে পরিণত হয়েছে। এ ছাড়াও খালসংলগ্ন দুই পারের বাসিন্দারা খালপাড়জুড়ে পাকা স্থাপনা নির্মাণ করে খালটির অস্তিত্ব বিনষ্ট করেছে।
স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া বলেন, প্রবাহমান খালটি নিউমার্কেট হয়ে মিরুখালী সংযোগ খাল পর্যন্ত প্রসাশনের নির্লিপ্ততায় প্রভাবশালীরা দখল করে মরা খালে পরিণত করেছে। খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালটি খনন করে খালের নাব্যতা ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি। মঠবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা সিদ্দিকুর রহমান জানান, মসজিদের উন্নয়ন কাজের নামে খাল ভরাটের বিষয়টি আমি অবগত নই।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শাকিল আহমেদ নওরোজ দাবি করেন, মসজিদের উন্নয়ন কাজের জন্য সাময়িকভাবে খালটিতে বালু ফেলে ভরাট করা হয়েছে। কাজ সম্পন্ন হলে খালটি ফের প্রবাহে ফেরত আনা হবে।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মী ভৌমিক বলেন, এ বিষয় কেউ কোনো অভিযোগ দেয়নি। তবে প্রবাহমান খাল ভরাট করে পানি প্রবাহ আটকানো অবৈধ। বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply