রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৪৫ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধি।। বরগুনার পাথরঘাটায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।১৭ মে সোমবার সন্ধা ৬টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের পূর্ব কালমেঘা এলাকায় নুর মোহাম্মদ শিকদার ও আবুল বাসার হাওলাদার পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।জানা গেছে, নুর মোহাম্মদ ও আবুল বাসার পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
এ নিয়ে স্থানীয় পর্যায়ে বেশ কয়েকবার সালিশী বৈঠক বসলেও কোন সমাধান হয়নি। সোমবার সন্ধার দিকে বিরোধপূর্ণ জমিটিতে গেলে দু পক্ষের মধ্য কথার কাটা-কাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।আহতদের মধ্যে আবুল বাশার হাওলাদার (৮০), মোশারেফ হাওলাদার (৪৮), হুমায়ুন কবির (৪২), ইলিয়াস হাওলাদার (৩০), তাসলিমা আক্তার (৩৫) হাওয়া বেগম (২৫), নুর মোহাম্মদ শিকদার (৪৭), বাপ্পি শিকাদার (১৬) মশিউর রহমান (১৪) আব. হাই শিকদার (৬০) আহত হন।
আহতদের প্রথমে পাথরঘাটা সাস্থ্য কম্পেলেক্সে ভর্তি করা হলে আবুল বাসার হাওলাদার, মোশারেফ হাওলাদার, ইলিয়াস হাওলাদার, আব. হাই ও তাসলিমার অবস্থা গুরতর হলে উন্নত চিকিৎসার বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ বিষয় কালমেঘা ইউপি চেয়ারম্যান আকন মো. শহিদ জানান, বিরোধীয় জমি নিয়ে দু’পক্ষের মধ্য স্থানীয় ভাবে কয়েকবার সালিশ বেঠক হয়েছে। নুর মোহাম্মদ পাথরঘাটা থেকে লোকজন নিয়ে আবুল বাসার ও তার লোকজনের উপর হামলা চালিয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
পাথরঘাটা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার খালিদ মাহমুদ আরিফ জানান, বরিশালে পাঠানো ৫জনের অবস্থাই গুরতর। এদের প্রতেকের মাথাসহ শরীরের ভিবিন্ন যায়গায় গুরতর যখম রয়েছে। বাকিদের এখানে চিকিৎসা দেয়া হয়েছে।পাথরঘাটা থানার উপ পরিদর্শক এস আই কাজল ইসলাম জানান, এ ঘটনায় হুমায়ুন কবির গতকাল সোমবার বাদি হয়ে ১১ জনকে আসামি করে পাথরঘাটা থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় দু’জনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগার পাঠানো হয়েছে।
Leave a Reply