রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার।। পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা পরিষদ নির্বাচনী প্রচারণার শেষ দিনে নৌকা সমর্থক-কর্মীদের দু’টি মোটরসাইকেলে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। আজ রবিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার জানখালী বাজারে এঘটনা ঘটে। এ ঘটনায় নৌকা সমর্থকরা স্বতন্ত্র সমর্থকদের দায়ি করেছে। তবে স্বতন্ত্র সমর্থকরা অগ্নি সংযোগের ঘটনা সাজানো বলে দাবি করেছেন।
স্থানীয় তুষখালী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান হাওলাদার দাবি জানান , আজ রবিবার বিকেলে মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে নৌকা প্রার্থীর নির্বাচনী সভা সফল করার লক্ষে সকালে জানখালী বাজারে প্রচারণা চলছিল।
এসময় জানখালী বাজার সংলগ্ন উত্তর বড়মাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে রাস্তার ওপর নৌকা সমর্থকদের দুইটি মোটরসাইকেল স্বতন্ত্র প্রার্থীর ২০/২৫জন কর্মী-সমর্থকরা মিলে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।
এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিন ( আনারস প্রতিক ) অভিযোগ সাজানো দাবি করে বলেন, নৌকা সমর্থক আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান শাজাহান হাওলাদার ও সাবেক ইউপি সদস্য ছগিরের নেতৃত্বে মটরসাইকেল নিজেদের সমর্থকরা অগ্নিসংযোগ করেছে। মিথ্যা মামলা দিয়ে আমার কর্মী,সমর্থকদের হয়রাণি করছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনা সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply