সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরের ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুর এলাকার বাক প্রতিবন্ধী এক নারীকে (৩০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৬ অক্টোবর) ভুক্তভোগী নারীর বড় বোন বাদী হয়ে ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুর এলাকার সবুজ দাস (৫৫) নামে এক ব্যক্তিকে আসামি করে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) খাইরুল আলম জানান, অভিযুক্ত আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। ভুক্তভোগী নারী পুলিশের হেফাজতে আছেন।
মামলা সূত্রে জানা যায়, ২৯ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় বসবাস করেন সবুজ দাস। তিনি গত সোমবার দুপুরে এক বাসার রান্না ঘরে ওই নারীকে একা পেয়ে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগীকে দেখে স্বজনরা বিষয়টি আন্দাজ করেন। এসময় আকারে ইঙ্গিতে ভুক্তভোগী বিষয়টি পরিবারের সদস্যদের বোঝান। এরপর মামলাটি করা হয়।
Leave a Reply