বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি।। বরিশাল মেট্রোপলিটন পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে নগরীর নতুল্লাবাদ কাশীপুরের আনসার ক্যাম্পের সামনে থেকে ২৫০ পিস ইয়াবাসহ স্বামী স্ত্রীকে আটক করা হয়েছে।।
আজ বুধবার রাত সাড়ে আট টায় ডিবি পুলিশের এস আই সৈয়দ খায়রুল আলমের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এসময় ভূঁইয়া সড়কের মুখে পলাশ টি ষ্টোর সামনে থেকে দুজনকে হাতেনাতে ইয়াবাসহ গ্রেপ্তার করেন।
আটককৃতরা হলো কুমিল্লা জেলা সদর মাঝিগাছা গ্রামের আব্দুল জব্বারের ছেলে জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী মায়া আক্তার।
জানা যায়, দীর্ঘদিন ধরে বরিশালের বাহির থেকে ছোট-বড় ইয়াবা ব্যবসায়ীরা বরিশালে ইয়াবা নিয়ে এসে ক্রয় বিক্রয় করেন। এদের সাথে স্থানীয় ইয়াবা ব্যবসায়ীরা জড়িত রয়েছে বলে সূত্রটি জানান।
উল্লেখ্য ডিবি পুলিশের এস আই সৈয়দ খাইরুল আলম একাধিকবার মাদক ব্যবসায়ীদের হাতেনাতে গ্রেপ্তার করেছে। তার এই সাফল্যে মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা বিভাগের ভাবমূর্তি অক্ষুন্ন রেখেছে।
Leave a Reply