বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ আজ মঙ্গলবার (৩১ মে) দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক আখতারুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
মামলার এজাহারে বলা হয়েছে, জুট মিলের অনুকূলে বরিশাল জেলার উজিরপুর থানার শিকারপুর নদীর পাড়ে অবস্থিত জেটি হিসেবে ব্যবহৃত সরকারি সাড়ে ৬৫ শতাংশ জমি ১৯৮২ সালের ১২ ডিসেম্বর হস্তান্তর করা হয়। কিন্তু মেসার্স এ আর হাওলাদার জুট মিলসের এমডি মো. হাবিবুর রহমান হাওলাদার ওরফে কাওসার হাওলাদার হস্তান্তর চুক্তি লঙ্ঘন করে ১৯৯৯ সালে ৮৩ নং জয়শ্রী মৌজার ওই জমি মো. জসিম উদ্দিন আমিনের কাছে মাত্র ১ লাখ ৬০ হাজার টাকায় বিক্রয় করে দেন।
দুদকের অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় মামলা দায়ের করা হয়েছে। প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে মিল হস্তান্তর সংক্রান্ত চুক্তি লঙ্ঘন পূর্বক বিক্রির দায়ে দণ্ডবিধির ৪২০/৪৬৭/ ৪৬৮/৪৭১ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
Leave a Reply