বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক।। মানবতার এই জগৎ থেকে বিনা চিকিৎসায় বিদায় নিতে চান না পিতৃহীন মেধাবী শিক্ষার্থী শাকিল শাহরিয়া হিমেল। যার বর্তমানে দুইটি কিডনিই অকেজো হয়ে জ্বিবন সংকটাপন্ন। কিডনি প্রতিস্থাপন করতে না পারলে বাঁচানো সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসক। ওই শিক্ষার্থীর মা তাকে বাঁচাতে সমাজের প্রভাবশালী ও বিত্তবান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের দক্ষিণ মাটশিয়া গ্রামে মৃত জমির উদ্দীন সরদারের একমাত্র সন্তান হিমেল। তিনি ২০১৫ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও ২০১৭ সালে এইচএসসি পরীক্ষায় এ-গ্রেডে পেয়ে উত্তীর্ণ হয়ে বর্তমান সাতক্ষীরা সরকারি কলেজে সম্মান দ্বিতীয় বর্ষে পড়াশুনা করছেন।
হিমেল বর্তমানে ঢাকার ন্যাশনাল ইনস্টিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শীঘ্রই তার কিডনি প্রতিস্থাপন করতে হবে। কিডনি প্রতিস্থাপনের জন্য অনেক টাকার প্রয়োজন যা হিমেলের বিধবা মায়ের পক্ষে সংগ্রহ করা সম্ভব না।
এলাকাবাসী জানিয়েছে, মাত্র চার শতক জমির উপর তাদের বাস্তুভিটা, অর্থ জোগাড় করতে না পেরে হিমেলের মা নুরজাহান বেগম দিশেহারা হয়ে পড়েছেন। তার মা একমাত্র সন্তানের জীবন বাঁচাতে সমাজের বিত্তবানসহ সকলের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর এ্যাকাউন্ট নম্বর-০১০০০৪৮৫৯৭৮৫২, শাকিল শাহারিয়া হিমেল, জনতা ব্যাংক লিমিটেড, বাঁকড়া শাখা, ঝিকরগাছা, যশোর।প্রয়োজনে ফোন ও বিক্যাশ করতে পারেন ০১৭৬৫-০৫৮৮৯৪ এই নম্বরে।
Leave a Reply