সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষ্যে দুদিনব্যাপী ব্যাপক কর্মসূচির প্রথম দিনে র্যালি, আলোচনা সভা ও মেলার উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচি উদ্যাপিত হয় পিরোজপুরে।
শনিবার সকাল ১০ ঘটিকায় বঙ্গবন্ধু চত্বর থেকে একটি র্যালি শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠের স্বাধীনতা মঞ্চে এক আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ মোঃ আলী আজম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, প্যানেল পৌর মেয়র মোঃ আব্দুল হাই হাওলাদার।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতিসংঘের ৩টি সূচকের ২টিতেই যেখানে উত্তরণ ঘটলে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নিত হওয়া যায়, সেখানে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ৩টি সূচক মাথাপিছু আয়, মানব সম্পদ উন্নয়ন ও অর্থনৈতিক ভঙ্গুরতায়, প্রশংসনীয়ভাবে এগিয়ে থেকে সকল শর্ত পালন করে উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের এক সময়ের অত্যন্ত প্রভাবশালী বিদেশ সচিব ড. হেনরি কিসিঞ্জার-এর তামাশা করে বলা তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ আজ উন্নয়নের বিস্ময়। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সারাবিশ্বের রাষ্ট্রনায়করা বাংলাদেশে অভাবনীয় উন্নয়নের প্রশংসা করছেন। আমাদের সকলকে এই প্রিয় মাতৃভূমিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে যেখানে যে অবস্থায় থাকি না কেন, সেখান থেকে কাজ করে যেতে হবে।
আলোচনা শেষে ১৯টি স্টল নিয়ে আয়োজিত মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। এসব স্টলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, গণপূর্ত, সড়ক ও জনপথ, এলজিইডি, সমাজসেবা, যুবউন্নয়ন, জনস্বাস্থ্য প্রকৌশলসহ গুরুত্বপূর্ণ বিভাগগুলো তাদের উন্নয়ন কর্মকাণ্ডের প্রদর্শনী করছেন।
Leave a Reply