বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন
চট্টগ্রাম প্রতিনিধি॥ বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, যখন দেখি বিএনপি-জামায়াত আবরার হত্যাকাণ্ড নিয়ে অপরাজনীতি ও ষড়যন্ত্র শুরু করে তখন বলতে হয় ‘ডাল মে কুচ কালা হে’। যখন পার্বত্য শান্তিচুক্তি হয় তখন খালেদা জিয়া বলেছিলেন পাহাড়ী এলাকা ভারত হয়ে যাবে। আজ শান্তি চুক্তির কত বছর পূর্ণ হলো পার্বত্য এলাকা কি ভারত হয়ে গেছে।
শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে নগরীর জে এম সেন হলে চট্টগ্রাম জেলার বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির ১২তম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, এই স্বাধীন দেশে একটা সর্বোচ্চ বিদ্যাপীঠে সহপাঠি কর্তৃক মেধাবী ছাত্র আবরারকে পিটিয়ে হত্যা করছে এটা নতুন ঘটনা নয়। প্রতিদিনেই এ রকম ঘটনা ঘটছে কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানে। এই চট্টগ্রামে এরশাদ সরকারের আমলে নিহত হয়েছিল ছাত্রনেতা ফারুক। তারপর শিবিরের দখলে গেল চট্টগ্রাম কলেজ। কিন্তু আজ ছাত্রলীগের হাতে জিম্মি হয়ে গেছে বুয়েট। রাতের নিশিতেই পিটিয়ে হত্যা করা হচ্ছে মেধাবী ছাত্রদের।
আমি বিএনপির কথা বুঝি কিন্তু সিপিবির কথা বুঝি না। কি চুক্তি হলো ভারতের সাথে? বিএনপি বছরের পর বছর গঙ্গার পানি আনতে পারেননি, শান্তি চুক্তি করতে পারেননি আবার বড় বড় কথা বলেন যে, শেখ হাসিনা নাকি দেশ বিক্রি করে ফেলেছে। শেখ হাসিনা যদি দেশের স্বার্থ বিরোধী কোন চুক্তি করে তাহলে প্রথমেই বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি এর প্রতিবাদ করবে বলেও জানান তিনি।
চট্টগ্রাম জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ চৌহান এর সঞ্চালনায় মহানগর সভাপতি অ্যাডভোকেট আবু হানিফের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন।
সম্মলনে বক্তব্য রাখেন, ১৪ দলের শরিক দল জাসদ চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবুল, যুব মেত্রী নেতা কায়সার আহমেদ, জাতীয় শ্রমিক ফেডারেশন নেতা দিদারুল আলম চৌধুরী, সাংবাদিক নেতা হাসান ফেরদৌস, ছাত্রনেতা এমএস আলা উদ্দিন প্রমূখ।
সম্মলেনের শুরুতেই সভাপতি রাশেদ খান মেনন ও সংগঠনের নেতাকর্মীরা মাস্টার দা সুর্য সেনের প্রতিকৃতিতে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনা করেন উদীচী চট্টগ্রাম জেলা কমিটি।
Leave a Reply