সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৫৯ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠিতে দুই সন্তান জামাল ও কামালকে বঞ্চিত করে অন্যত্র বিয়ে হওয়ার পরও মুক্তিযোদ্ধা ভাতা ভোগ করছেন শহিদ মুক্তিযোদ্ধা করম আলী আকনের সাবেক স্ত্রী আম্বিয়া খাতুন। এমন পরিস্থিতিতে বাবার মুক্তিযোদ্ধা ভাতা পেতে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিচালকের কাছে আবেদন করেছেন সন্তানরা।
আবেদনে শহিদ মুক্তিযোদ্ধা করম আলী আকনের ছেলে জামাল আকন দাবি করেন, তার বাবা ১৯৭১ সালের ২৪ জুন যুদ্ধক্ষেত্রে শহিদ হন। স্ত্রী আম্বিয়া খাতুন ও দুই ছেলে ছাড়া তার আর কোনী উত্তরসূরী নেই। কিন্তু স্বামীর মৃত্যুর কয়েক বছর পরই একই গ্রামের হোসেন আব্দুর রাজ্জাক হাওলাদারকে বিয়ে করেন আম্বিয়া খাতুন। ওই সংসারে তার একটি ছেলে হয়। এখন দ্বিতীয় স্বামীর সঙ্গে সংসার করলেও শহিদ মুক্তিযোদ্ধা করম আলী আকনের সম্মানী ভাতা তুলে ভোগ করছেন আম্বিয়া খাতুন। এতে বঞ্চিত হচ্ছেন করম আলী আকনের দুই সন্তান জামাল আকন ও কামাল আকন। ঘটনাটি ঝালকাঠির নলছিটি উপজেলার বিন্দুঘোষ গ্রামের।
আবেদনে জামাল আরো জানান, আম্বিয়া খাতুনকে বিয়ের পর শিউলি নামে আরেকজনকে বিয়ে করেন আব্দুর রাজ্জাক। শিউলির মধ্যে বনিবনা না হওয়ায় সৎ ভাই আব্দুস সালামকে নিয়ে তার মা আম্বিয়া খাতুন এখন তাদের ঘরেই বসবাস করেন। এরপর সালামকে তাদের ভাই বানিয়ে সম্পত্তি আত্মসাতের সুযোগ খুঁজছেন তিনি। পরে এ বিষয়ে নলছিটির সহকারী জজ আদালতে মামলা করা হয়। যা এখনো বিচারাধীন। এদিকে মামলা করায় জামাল-কামালের ওপর ক্ষিপ্ত হয়ে নানাভাবে হুমকি ও হয়রানি দিচ্ছেন আম্বিয়া খাতুন।
এদিকে আবেদনের পরিপ্রেক্ষিতে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে ঝালকাঠি জেলা প্রশাসক বরাবর তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। তদন্তের ভার দেয়া হয় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদিককে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদিক জানান, শহিদ মুক্তিযোদ্ধা করম আলী আকনের ছেলেদের অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষ করে শিগগিরই প্রতিবেদন দাখিল করা হবে।
Leave a Reply