রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৩১ পূর্বাহ্ন
আমতলী সংবাদদাতা: আমতলী পৌর শহরের একে স্কুল সড়কের কাঁচা বাজার এলাকা থেকে পাঁচ হাজার টাকার জাল নোটসহ ফখরুল ইসলাম (৩৫) ও আলাউদ্দিন (২৫) নামের দুই প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (৮ মে) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানাগেছে, ভোলার তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর গ্রামের অজিউল্লাহ ছেলে আলাউদ্দিন ও পটুয়াখালীর বাউফল উপজেলার খেজুরবাড়ীয়া গ্রামের সেরাজুল হকের ছেলে ফখরুল ইসলাম দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছিল।বুধবার ওই জাল টাকার ব্যবসায়ী দুই প্রতারক আমতলী পৌর শহরের একে স্কুল সড়কের কাঁচা বাজারের দিলিপের দোকানে কিছু সবজি কিনে এক হাজার টাকার নোট দেয়। ওই দোকানীর নোটটি সন্দেহ হলে পুলিশে খবর দেয়।
পুলিশ গিয়ে আলাউদ্দিন ও ফখরুলকে আটক করে। পরে তাদের শরীর তল্লাশী করে পাঁচটি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করে। এ ঘটনায় আমতলী থানায় দুই জনের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।জাল টাকার ব্যবসায়ী প্রতারক আলাউদ্দিন জানান, গত ছয় মাস পূর্বে সৌদি আরব থেকে দেশে ফিরে গাজীপুর মেট্রো গার্মেন্টস চাকুরী নেই। ওই গার্মেন্টসে চাকুরীরত রংপুরের আশিক নামের একজনে আমাকে ৩ হাজার টাকার বিনিময় ১০ হাজার টাকার জাল নোট দেয়। ওই জাল টাকার নোট চালাতে গিয়ে ধরা পরেছি।
আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বাচ্চু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে জাল টাকার ব্যবসায়ী দুই জনকে গ্রেপ্তার করা হয়। তাদের নামে বিশেষ আইনে মামলা হয়েছে।
Leave a Reply