শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর খাইরুল আলম বলেছেন, প্রচলিত ধারা থেকে বেড়িয়ে বিট পুলিশিং সেবা চালুর মাধ্যমে জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে চাই। জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রমের বিকল্প নেই।
সোমবার দুপুরে বরিশাল নগরীর নথুলাবাদ উপ-পুলিশ কমিশনার উত্তরের কার্যালয়ে অনুষ্ঠিত পুলিশের এক বিশেষ সভায় তিনি এসব কথা বলেন। খাইরুল আলম বলেন, প্রত্যেক থানায় বিট পুলিশিং ব্যবস্থাকে জোরদার করতে হবে। এখন থেকে জনগণ পুলিশের কাছে আসবে না বরং পুলিশ প্রত্যেক জনগণের বাড়ি বাড়ি গিয়ে তাদের সমস্যা সমাধান করে আসবে। মহামারি করোনাভাইরাসে জনগণের সেবা করে পুলিশ যে সুনাম কুড়িয়েছে এ সুনামকে কাজে লাগিয়ে পুলিশকে জনগণের পুলিশে পরিণত হতে হবে।
তিনি বলেন, পুলিশের কোনো সদস্য অবৈধভাবে অর্থ উপার্জন করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। মাদকমুক্ত দেশ গড়তে হলে পুলিশকে আগে মাদক মুক্ত হতে হবে। নিজেরা পরিশুদ্ধ হলে প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার যে নিরন্তর প্রচেস্টা চালিয়ে যাচ্ছেন তার সে চেস্টা সফল ও সার্থক হবে। এ দেশ বিশ্বের দরবারে একটি উন্নত ও মর্যাদা সম্পন্ন মডেল রাষ্ট্রে পরিণত হবে।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ আবুল কালাম আজাদ, কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মো. আ. হালিম, এয়ার পোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার নাসরিন জাহান, কাউনিয়া থানার ওসি আজিমুল করিম, এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন আলম ওসি (তদন্ত) শাহ মো. ফয়সাল, কাউনিয়া থানার ওসি (তদন্ত) হিরন্ময় সরকারসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
Leave a Reply