মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ১১:২৯ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ শেরপুরের ঝিনাইগাতীতে ভারতীয় আমদানি নিষিদ্ধ বিয়ারসহ মো. জাকির হোসেন নামে ২৪ বছরের এক ছাত্রদল নেতাকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, বুধবার রাতে ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকা থেকে জাকিরকে গ্রেফতার করা হয়।
আটককৃত জাকির জেলার শ্রীবরদী উপজেলার সাতানী মথুরাদী গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে। তিনি শ্রীবরদী পৌর ছাত্রদলের সদস্য সচিব।
র্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার) আশিক উজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকায় অভিযান চালান র্যাব সদস্যরা। এ সময় ১২ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ বিয়ারসহ জাকিরকে আটক করা হয়। তার বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা করেছে র্যাব।
Leave a Reply