শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিদেবক ॥ বরিশাল নগরীতে যুবতীর সামনে গোপনাঙ্গ প্রদর্শনকারী সেই লম্পট মাসুম বিল্লাহর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার শিকার কাউনিয়া থানার দক্ষিণ পলাশপুরের জিহাদুল ইসলাম এর স্ত্রী আফসিন ইসলাম বাদী হয়ে এয়ারপোর্ট গতকাল মামলাটি দায়ের করেন (যার নং ১৭)। কাশিপুর ইউনিয়নের গণপাড়া এলাকার মোসলেম’র পুত্র লম্পট মাসুম বিল্লাহ কাশিপুর বাজারের ওয়ালটন শো-রুমে চাকুরী করতো।
গত বুধবার বিকেলে ওই গৃহবধূ নথুল¬াবাদের উদ্দেশ্যে বরিশাল নগরীর জেল খানার মোড় থেকে অটো গাড়িতে উঠেন। অটোতে বসা লম্পট মাসুমখ তার প্যান্টের চেইন খুলে গৃহবধূকে গোপনাঙ্গ দেখাতে থাকে। গৃহবধূ যাওয়ার কথা ছিলো নথুল¬াবাদে কিন্তু পথি মধ্যেই নতুন বাজার এলাকায় নেমে যান তিনি। তবে তিনি লম্পট মাসুমের এহেন কান্ড মোবাইলে ভিডিও করের।
বিষয়টি তার পরিবারের সদস্যদের জানালে তারা ভিডিওটি ফেসবুকে আপলোড করের। এমন ঘটনা নজরে আসে বরিশাল মেট্টোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের। তিনি বরিশাল মেট্টোপলিটন পুলিশের ক্রাইম ব্র্যাঞ্চকে বিষয়টির দায়িত্ব দেন। ক্রাইম ব্র্যাঞ্চ’র সদস্য ওবায়েদুল ইসলাম টানা কয়েক ঘন্টা অনুসন্ধান করে রাত সাড়ে ১০টার দিকে বরিশাল নগরীর কাশিপুর বাজারের মনোয়ারা মঞ্জিল থেকে লম্পট মাসুম বিল¬াহকে আটক করে।
এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে উঠে পরে লাগেন কাশিপুর বাজার কমিটির সভাপতি মোঃ কবির হোসেন ও ৩০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা। পুলিশ গিয়ে লম্পটকে আটক করতে চাইলে সেখানেও বাধা দেন তারা। পুলিশের ঘন্টা ব্যাপি চেষ্টায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এবং বাজার কমিটির সভাপতি লম্পটকে অন্যত্র সরিয়ে ফেলে।
পুলিশী চাপ প্রয়োগের পর মনোয়ারা মঞ্জিলের ভাড়াটিয়ারা খোঁজ দেন লম্পটের। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এয়ারপোর্ট থানার এসআই আকতার হোসেন। তিনি এসে লম্পট মাসুম বিল¬াহকে আটক করে থানায় নিয়ে যায়। এবিষয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ এস.এম. মাহবুব-উল-আলম জানান, আটককৃত মাসুমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply