সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ গৌরনদীতে চুরির অভিযোগে এক যুবককে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরইমধ্যে এ ভিডিও দেখে পক্ষে-বিপক্ষে নানান মতামতও প্রকাশ করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেই। যদিও মারধরের শিকার যুবকের পরিবারের দাবি তাদের সন্তান এমন কোন অপরাধের সাথে জড়িত নন যে তাকে ওইভাবে নির্যাতন করতে হবে।
আর থানা পুলিশ বলছে চুরি করার সময় হাতেনাতে স্থানীয়রা তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, এ ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর ধানডোবা গ্রামের মোক্তার বাজারে। নির্যাতনের শিকার জিসান হাওলাদার (১৯) একই গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে স্থানীয় মোক্তার বাজারের মুদি দোকানে চুরির অভিযোগে জিসান হালাদার ও সাগর হাওলাদারকে (২০) আটক করা হয়। সাগর হাওলাদার ধানডোবা গ্রামের শাজাহান হাওলাদারের ছেলে। যাদের গণধোলাই দিয়ে থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। প্রকাশ হওয়া ভিডিওতে জিসানকে নির্মমভাবে নির্যাতনের দৃশ্য দেখা গেলেও অপর যুবককে হাত-পা বেধে ফেলে রাখতে দেখা গেছে।
জিসানকে মারধরের সময় কেউ এগিয়ে না আসলেও তার মা ছুটে আসেন এবং সন্তানকে নির্যাতনের হাত থেকে বাঁচাতে গিয়ে তিনি নিজেও নিগৃত হন। জিসানের মা মুকুলি বেগম ও নানা ফজলুল হক হাওলাদারের অভিযোগ, জিসানকে পরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী এ অমানবিক নির্যাতন চালায়। তারা এ ঘটনার মূল রহস্য উদঘাটনেরও দাবি জানান।
এ বিষয়ে শনিবার (১৩ জুলাই) গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, একটি চুরি মামলায় জিসানকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তবে সেই মামলার বাদিকে তা তিনি জানাতে পারেননি। পরিবারের অভিযোগের বিষয়ে তিনি বলেন, পরিবারের লোকজন তো অভিযোগে করতেই পারে, তবে এলাকার লোকজন হাতেনাতে ছেলেটিকে ধরেছে।
Leave a Reply