শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব বাকাই গ্রামেরএক গৃহবধুকে (২১) অপহরন করে ঢাকার মিরপুর এলাকার একটি বাসায় ৫দিন আটকে রেখে ধর্ষণ করেছে। এ ঘটনায় নিযার্তিতা গৃহবধুর মা বাদি হয়ে রোববার রাতে নাসির উদ্দিন হাওলাদার (২২)সহ দুইজনকে আসামি করে গৌরনদী মডেল থানায় নারী ও শিশু নিযার্তন দমন আইনে মামলা দায়ের করেন।
গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক তৌহিদুজ্জামান জানান, ওই গ্রামের কিশোরী গত ১১ অক্টোবর বাবার বাড়ি থেকে সকালে স্বামীর কাছে ঢাকায় যাওয়ার জন্য রওনা দেন। পথিমধ্যে বাকাই বাজারের কাছে পৌঁছলে পার্শ্ববতর্ী আগৈলঝাড়া উপজেলার বাহাদুরপুর গ্রামের এমদাদ হাওলাদারের পুত্র মোঃ নাসির উদ্দিন হাওলাদারসহ অজ্ঞাত ৩ থেকে ৪জনে মোটরসাইকেল যোগে অপহরন করে। পরবতর্ীতে ঢাকার মিরপুর-১৪ তে নাসিরের নিকতম আত্মীয়র ভাড়াটিয়া বাসায় নিয়ে ৫দিন আটকে রেখে ধর্ষণ করে। গত ১৬ অক্টোবর রাতে নিযার্তিতা কৌশলে পালিয়ে আসে।
এ ঘটনায় নিযার্তিতা মা বাদি হয়ে গতকাল রাতে নাসির উদ্দিন হাওলাদারসহ দুইজনকে আসামি করে গৌরনদী মডেল থানায় নারী ও শিশু নিযার্তন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকতার্ গৌরনদী মডেল থানার এসআই মোঃ কামাল হোসেন জানান, ধর্ষিতাকে ডাক্তারি পরিক্ষার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।
অভিযুক্ত আসামিদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।
Leave a Reply