শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বগুড়ার গাবতলী পৌরসভার চাকলা দক্ষিণপাড়া এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আব্দুল হান্নান (৪০) নামে এক যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুরে ওই গৃহবধূ বাদী হয়ে গাবতলী মডেল থানায় মামলা দায়ের করেন।
যুবলীগ নেতা আব্দুল হান্নান গাবতলী পৌরসভার চাকলা দক্ষিণপাড়া এলাকার খেরু প্রামাণিকের ছেলে এবং পৌর যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক।
জানা গেছে, বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে যুবলীগ নেতা আব্দুল হান্নান তার এক প্রতিবেশী গৃহবধূকে জোরপূর্বক বাড়ির পাশে পুকুরপাড়ের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।
ওই রাতেই ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে যায়। পরে শুক্রবার দুপুরে ওই নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে যুবলীগ নেতা আব্দুল হান্নান পলাতক আছেন।
গাবতলী মডেল থানার ওসি জিয়া লতিফুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply