সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ক্ষেত নষ্টের প্রতিবাদ করায় প্রতিবাদকারী যুবকের লিঙ্গ কেটে দিয়েছে প্রতিপক্ষ। সোমবার রাতে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে পাবনার সাঁথিয়ার গোপিনাথপুর গ্রামে।
আহত যুবকের নাম লিটন। সে সাঁথিয়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
সাঁথিয়া থানার অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার দিকে বাড়ির পাশে আব্দুল করিমের মুদি দোকানের সামনে প্রতিপক্ষ ফরহাদ ও রেজাউলের সঙ্গে দেখা হয় লিটনের।
এ সময় তিনি তার পেঁয়াজের জমির ওপর দিয়ে ট্রাক্টর চালিয়ে ফসল নষ্ট করার কারণ জানতে চাইলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে লিটনকে দু’জন মিলে ধরে নিয়ে গিয়ে তার পুরুষাঙ্গে ব্লেড বসিয়ে দেয়। এতে তার লিঙ্গের গোড়ার অনেকাংশ কেটে যায়।
এ সময় লিটনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। লিটনকে দ্রুত উদ্ধার করে রাতেই সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় লিটনের স্ত্রী তানিয়া বাদী হয়ে সাঁথিয়া থানায় ফরহাদ ও রেজাউলকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন।
সাঁথিয়া থানার ওসি আসাদুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। আসামিদের আটকের জন্য পুলিশ অভিযানে নেমেছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।
Leave a Reply