রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ বরিশালে প্রাইভেট কারের ধাক্কায় এক নারীসহ ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছে। শনিবার (০৫ অক্টোবর) সকালে কাশিপুর বাজার সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো- নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠি এলাকার ভাড়াটিয়া বাসিন্দা এবং ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ এলাকার মিজান জোমাদ্দারের ছেলে হাসেম জমাদ্দার (৪০) ও বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানাধীন বাড়ৈখালী এলাকার বাসিন্দা আব্দুর রব হাওলাদারের স্ত্রী সালেহা বেগম (৫৫)।
এদিকে ঘটনার পর পরই স্থানীয়দের সহযোগিতায় ঘাতক প্রাইভেট কার ও তার চালককে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। আটককৃত চালক মশিউর রহমান (৩৮) খুলনার খালিশপুর বড় বয়ড়া এলাকার শেখ শাহজাহান আলী’র ছেলে।
তথ্য নিশ্চিত করে এয়ারপোর্ট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুস সালাম জানান, ‘প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো-গ-২৬-৯৫৮৬) পটুয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছিলো।
পথিমধ্যে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের অদূরে কাশিপুর বাজার সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিক্সা (ইজিবাইককে) ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুর্ঘটনায় পতিত হলে ভেতরে থাকা যাত্রী সালেহা বেগম এবং ইজিবাইক চালক হাসেম জমাদ্দার গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ( শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক সাহেলা বেগমকে মৃত ঘোষনা করেন। এছাড়া গুরুতর আহত হাসেমকে হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি করে দেয়া হয়। তবে ওয়ার্ডে নেয়া হলে চিকিৎসা শুরুর আগেই তার মৃত্যু হয়।
এএসআই আব্দুস সালাম বলেন, ‘প্রাইভেট কার এবং চালক থানা পুলিশের হেফাজতে রয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা বা অভিযোগ হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply