বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডের বীর মুক্তিযোদ্ধা শেখ কুতুব উদ্দিন আহম্মেদ (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। তিনি বরিশাল নগরীর মুসলিম গোরস্থান রোড এলাকার স্থায়ী বাসিন্দা।
কুতুব উদ্দিন আহম্মেদের সেজ ছেলে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর সাঈদ আহম্মেদ মান্না জানান, বেশকিছু দিন ধরে বাধ্যর্কজনিক রোগে ভুগছিলেন তার বাবা। গত রোববার গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মান্না আরও জানান, মোহাম্মদপুরে তার বাবার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বাবার মরদেহ নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। বুধবার সকাল ১০টায় সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ মাঠে দ্বিতীয় ও সর্বশেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মুসলিম গোরস্থানে দাদার কবরস্থানে দাফন করা হবে শেখ কুতুবউদ্দিনকে। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতিতে দিয়েছেন বরিশাল-১ আসনের এমপি বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর হোসেন ও সাধারাণ সম্পাদক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদাক সাবেক এমপি অ্যাড. তালুকদার মো. ইউনুস।
শেখ কুতুব উদ্দিন ১৯৭১ সালে ৯ নম্বর সেক্টরে মেজর এমএ জলিলের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছিলেন।
Leave a Reply