সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৪৯ পূর্বাহ্ন
কাউখালী প্রতিনিধি॥ কাউখালীতে পূর্নিমার জোয়ার ও ঘূর্ণিঝড় ‘ইয়াস’র প্রভাবে নিম্নাঞ্চল ইতোমধ্যে তলিয়ে গেছে স্বাভাবিক জোয়ারের চেয়ে ২-৩ ফুট পানি বেড়ে যাওয়ায় ঘর বাড়ি উঠান পানিতে ডুবে গেছে।
গত সোমবার রাত থেকে বৃষ্টি ও জোয়ারের পানিতে একাকার হয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। উপজেলার কমপক্ষে ১৫-২০ টি গ্রাম পানিতে তলিয়ে যাওয়ায় বিভিন্ন স্থাপনা ঘরবাড়ি পানিতে ডুবে রয়েছে।
এসব এলাকাগুলো হচ্ছে- জোলাগাতী, সাপলেজা, পাঙ্গাসিয়া, আমরাজুড়ি, মেঘপাল, আশোয়া, দত্তেরহাট, গন্ধর্ব, সোনাকুর, সয়না, বাদামতলা, চিরাপাড়াসহ নদীর তীরবর্তী এলাকা গুলো। নিম্নাঞ্চলের ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় দূর্ভোগে পড়েছে এলাকাবাসী।
এছাড়া সন্ধ্যা ও কচাঁ নদীর পানির তোড়েঁ বাধেঁর বিভিন্ন অংশ ভেঙে গেছে। নদীর তীরে বসবাসরত জেলে পরিবারগুলো ভয় ও উৎকণ্ঠার মধ্যে দিন পার করছে।
Leave a Reply