মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মহামারি করোনাভাইরাসের টিকা (ভ্যাকসিন) নিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার দুপুরে সিটি করপোরেশনের এনএক্স ভবন থেকে টিকা গ্রহণ করেন তিনি।
সিটি মেয়র বলেন, সারাবিশ্বে এখনো ১৩০টি দেশে করোনার ভ্যাকসিন পৌঁছায়নি। তবে ভ্যাকসিনপ্রাপ্ত মাত্র ২৫টি দেশের মধ্যে বাংলাদেশও রয়েছে। এটি আওয়ামী লীগ সরকারের বিরাট সাফল্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অবদান।
তিনি আরও বলেন, জেলায় এ পর্যন্ত ৪০ হাজার মানুষ ভ্যাকসিন গ্রহণ করেছেন; সারা দেশের কোথাও কারও পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি। তাই টিকা গ্রহণের পাশাপাশি মাস্ক ব্যবহারসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে অনুরোধ জানান তিনি।
Leave a Reply