সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে সোলায়মান আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে।
রোববার বিকেলে শ্বশুরকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার রাতে গৃহবধূ বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় ধর্ষণ মামলা করেন। পরে রাতেই নিজ বাড়ি থেকে সোলায়মান আলীকে গ্রেফতার করে পুলিশ।
জানা যায়, ওই গৃহবধূর দিনমজুর স্বামী কাজের সন্ধানে দেশের বিভিন্ন স্থানে থাকেন। এই সুযোগে দীর্ঘদিন ধরে তাকে ধর্ষণ করে আসছিলেন সোলায়মান। শ্বশুরের চাপের কারণে বিষয়টি এতদিন কাউকে জানাননি ওই নারী। অবশেষে এ অত্যাচার সইতে না পেয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানান তিনি। এ ঘটনায় মামলা হলে পুলিশ সোলায়মানকে গ্রেফতার করে।
সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল্লাহিল জামান জানান, গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর সোলায়মানকে শনিবার রাতে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে বিকেলে সোলায়মান আলীকে জেলা কারাগারে পাঠানো হয়।
Leave a Reply