বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:১০ পূর্বাহ্ন
বরগুনা থেকে মোঃ সাগর আকন-
একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পর সকলের দৃষ্টি এখন নতুন মন্ত্রিসভার দিকে। কেমন হবে মন্ত্রিসভার আকার, কারা থাকছেন, কারা বাদ যাচ্ছেন বা নতুন কারা আসছেন। সচিবালয় থেকে শুরু করে রাজনৈতিক, ব্যবসা-বাণিজ্যের অঙ্গনে এটিই এখন মুখ্য আলোচনার বিষয়।
বরগুনাবাসীর মুখে মুখে ওই একই আলোচনা।
তারাও তাদের জনপ্রিয় নেতা, ৫বারের নির্বাচিত সাংসদ, সাবেক উপ-মন্ত্রি এবারের নির্বাচনে সর্ব্বোচ্চ ভোট পেয়ে জন প্রিয়তার র্শীষে থাকায় বরগুনা বাসীর প্রত্যশা অবহেলিত বরগুনাসহ উপকূলীয় এলাকার উন্নয়নের সার্থে দক্ষিন জনপদের বর্ষিয়ান রাজনীতিবিদ গরিব দূখী মেহনতী মানুষের বন্ধু সাধারণ মানুষের শেষ ঠিকানা এড.ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে নতুন মন্ত্রি পরিষদে অন্তর্ভুক্তর জন্য মাননীয় প্রধান মন্ত্রি দেশরতœ জননেত্রী বঙ্গুবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে উপকূলীয় এলাকার সাধারণের প্রাণের দাবী।
দক্ষিণ বঙ্গের এই জনপদের জলবায়ু পরিবর্তনের কারনে এই এলাকা ঝুকিপূর্ন বিগত ২০০৭ সালের ১৫ই নভেম্বরের (সিডর ও আয়লায়) ক্ষতিগ্রস্থ সাধারণ মানুষের এখনো পরিপূর্ন পূর্নবাসন সম্ভব হয়নি।
এমনকি যা কিছু পূর্নবাসন হয়েছে তা শুধু এড.ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর দ্বারাই হয়েছে। তাই এই দক্ষিণ বঙ্গের অবহেলিত বঞ্চিত সাধারণের দাবী এবারের নতুন মন্ত্রি পরিষদে বরগুনা -০১ (১০৯) আসনের সংসদ সদস্যকে রাখার দাবী জানান।
Leave a Reply