শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:০৮ অপরাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ বরিশাল জেলার গৌরনদী উপজেলার ঘেয়াঘাট নামক এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ সেলিম বালী (৫৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত সেলিম উজিরপুর উপজেলার মধ্য ধামুরা গ্রামের মৃত অহেদ বালীর পুত্র। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সেলিমকে গ্রেফতার করেন বরিশাল র্যাব-৮ এর সদস্যরা।
একইদিন রাতে গ্রেফতারকৃত সেলিম ও তার দুই সহযোগির বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply