রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের উজিরপুরে এমপির উপস্থিতিতে খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ ছালামকে লাঞ্চিত করলেন উজিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম কুমার ঘরামী। বৃহস্পতিবার শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সরকারি অনুদান প্রদান অনুষ্ঠান শেষে বেলা ১টায় সভাকক্ষের সামনে মূল সড়কে সরকারি ধানক্রয়কে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে হাতাহাতির রুপ নেয়। এমপির হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয়। পরে পুলিশ প্রহরায় উপজেলা পরিষদ থেকে খাদ্য গোডাউন কর্মকর্তাকে তার কর্মস্থলে পৌছে দেওয়া হয়।
এ ব্যাপারে ছাত্রলীগ সভাপতি অসীম কুমার ঘরামী জানান, সরকারিভাবে আমি কোন ধান দেইনি কিন্তু খাদ্য গোডাউন কর্মকর্তা এমপি মহোদয়ের কাছে ১শত টন ধান দিয়েছি বলে অভিযোগ করে, এ নিয়ে বাগবিতন্ডা হয়। খাদ্য গোডাউন কর্মকর্তা আঃ ছালাম জানান, সে বিভিন্ন সুপারিশ দিয়ে ৪৬টন ধান দিয়েছে কিন্তু সে অস্বীকার করে। তাই আমার উপরে ক্ষিপ্ত হয়েছে। বরিশাল – ২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম জানান, বিষয়টি দুঃখজনক আমি অপরাধীকে গ্রেফতারের নির্দেশ দিয়েছি। উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু জানান, ভূল বোঝাবুঝি নিয়ে একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটছে। তবে উভয়ের মধ্যে মিমাংশার প্রস্তুতি চলছে।
Leave a Reply