সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৪১ পূর্বাহ্ন
আমতলী প্রতিনিধি॥ আমতলী উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু করে বিকাল ৫টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।
আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সেকান্দারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন ৮৫ বছর বয়সি বৃদ্ধা মোসা. আলেকজান বিবি। তিনি বলেন, আল্লায় মোরে ভোট দেতে দেছে, মুই মোর মোনের মত ভোট দিছি। মুই এই বয়সে ভোট দেতে পারমু হ্যা কোন দিন বুঝতে পারি নাই। মোরো নাতিরা অ্যাত ধইর্যা লইয়্যা আইছে হেইয়্যার পরম মুই মোর ভোট দিছি। এ্যতো সুন্দর ভোট মুই মোর বয়সে দেহি নাই।
ইসলামপুর গ্রামের প্রতিবন্ধি আবদুর রব বলেন, মুই অ্যাটতে পারি না, গাড়ীতে কইল্যা অ্যাডি মুই মোর মোনের প্রার্থীরে ভোট দিছি। এ্যাতো ভালো ভোট আর দেহি নাই।
জানাগেছে, আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়ন পরিষদে মোট ভোটার ১৯ হাজার ৩৮৫ জন। নির্বাচন সুষ্ঠুভাবে গ্রহণে র্যাব, বিজিবি, পুলিশ, আনসার, ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ টিম, মোবাইল টিম, স্ট্যাইকিং ফোর্স ও আনসার পুলিশ সমন্বয়ে এপিপিএন টিমসহ সাত স্তরের নিরাপত্তা ব্যবস্থা কাজ করেছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার ঘটেনি। ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী, ইউপি সদস্য পদে ৪২ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
আমতলী উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, নির্বাচন নিরপেক্ষ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ধারণা করা যাচ্ছে ৭০% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।
Leave a Reply