সোমবার, ১২ মে ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ মহান বিজয় দিবসে দেশের বীর সন্তান মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বরিশালের বানারীপাড়ায়। ১৬ ডিসেম্বর বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বীর সন্তানদের আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলম।
এ সময় তিনি তার বক্তৃতায় বলেন জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধারা আমার মাথার তাজ। বঙ্গবন্ধুর ৭ মার্চের বজ্রকন্ঠের ভাষণে উৎবুদ্ধ হয়ে এদেশের দামাল সন্তানদের বীরত্বগাথা ও রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার জন্যই আজ আমি মহান জাতীয় সংসদের সদস্য হতে পেরেছি। আজীবন বঙ্গবন্ধু সহ বীর যোদ্ধাদের পাদদেশে আমার বিনম্র শ্রদ্ধা থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধকালীন বেজ কমান্ডার বেনু লাল দাস গুপ্ত বেনুদা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুব আইকন মো. নুরুল হুদা, নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা, অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহসিন-উল-হাসান, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম, যুবলীগ নেতা মু. মুনতাকিম লস্কর কায়েস, সুমম রায় সুমন, দুলাল তালুকদার, মশিউর রহমান সুমন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন,
পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল, সাধারণ সম্পাদক মো. সজল চৌধুরী, ছাত্রলীগ নেতা ফজলে রাব্বী, মনির হেসেন, সুমন সিদ্দিকী প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের সব দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে উপজেলার শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারসহ ৪৭৫ বীরদের কম্বল উপহার দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলম এমপি। এছাড়াও বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্গন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
Leave a Reply