বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মিহির শিকারীকে (১৯) কারাগারে পাঠিয়েছেন আদালতের বিচারক।
রোববার দুপুরে ওই মামলায় মিহিরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একইদিন নির্যাতিতার জবানবন্দি ও ডাক্তার পরীক্ষা সম্পন্ন হয়। মিহির উপজেলার উত্তর বড় মগড়া গ্রামের নলিনী শিকারীর ছেলে।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে শনিবার রাতে থানায় মামলা দায়ের করেন। ওই রাতেই মিহির শিকারীকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, মিহির তার প্রতিবেশী ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে। এক পর্যায়ে ওই ছাত্রী মিহিরের প্রস্তাবে রাজি হলে তাকে একাধিকবার ধর্ষণ করে।
‘সর্বশেষ গত বছরের ২০ আগস্ট মিহির ওই ছাত্রীকে তার বাড়িতে ‘কথা শুনতে’ যেতে বললে ওই ছাত্রী তার বাড়িতে যায় এবং এ সুযোগে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণ শেষে এ ঘটনা কাউকে না বলার জন্য হুমকি-ধামকি দিয়ে ছাত্রীকে বাড়ি পাঠিয়ে দেয় মিহির।
এরপর ওই ছাত্রী বিয়ের জন্য মিহিরকে বিভিন্ন সময়ে তাগিদ দিলে মিহির বিয়ে করতে অস্বীকৃতি জানায়। কোনো উপায়ন্তর না পেয়ে নির্যাতিতা ধর্ষণের বিষয়টি স্থানীয় একজনের কাছে বললে তার মাধ্যমে নির্যাতিতার পরিবার জেনে মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাসির উদ্দিন জানান, মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে মিহিরকে গ্রেপ্তার করা হয়। রোববার মিহিরকে বরিশাল আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠান এবং নির্যাতিতার জবানবন্দি গ্রহণ করেন।
Leave a Reply