আওয়ামী লীগের মহাবিজয়ের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে Latest Update News of Bangladesh

শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:




আওয়ামী লীগের মহাবিজয়ের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে

আওয়ামী লীগের মহাবিজয়ের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে




অনলাইন ডেস্ক:বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় পেয়েছে। সর্বশেষ ঘোষিত ফল অনুযায়ী, ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগ এককভাবে পেয়েছে সর্বোচ্চ ২৫৯টি আসন; জোটগতভাবে পেয়েছে ২৮৮টি আসন। জাতীয় সংসদের ৩শ’ আসনের মধ্যে দুটিতে নির্বাচন স্থগিত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন দলটি টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করবে। আওয়ামী লীগের এই মহাবিজয়ের খবর বিশ্বের বিভিন্ন গণমাধ্যম ফলাও করে ছেপেছে।

 

 

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, প্রধান বিরোধীদল বিএনপি গত নির্বাচন বয়কট করেছিল। এবারই প্রধান দলগুলোর অংশগ্রহণে এই নির্বাচন অনুষ্ঠিত হলো। খালেদা জিয়ার অনুপস্থিতিতে সংবিধান প্রণেতা কামাল হোসেন বিরোধী জোট ঐক্যফ্রন্টের দায়িত্ব গ্রহণ করেন। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ক্ষমতাসীন শরিকরা ২৮১টি আসনে জয় পেয়েছে। বিবিসির সংবাদটির শিরোনামে বলা হয়, ‘বাংলাদেশ ইলেকশন: শেখ হাসিনা উইনস নিউ টার্ম এজ প্রাইম মিনিস্টার’।

 

 

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার সংবাদ শিরোনাম ছিল, ‘হাসিনা উইনস বাংলাদেশ ইলেকশনস এজ অপজিশন রিজেক্টস পোলস’। গণমাধ্যমটি পুনরায় ভোট চেয়ে বিরোধীদের দাবির কথাও শিরোনামে তুলে ধরেছে।

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র শিরোনাম ছিল অনেকটা এরকম, হয়, ‘ল্যান্ডস্লাইড উইন ফর শেখ হাসিনা ইন বাংলাদেশ, অপজিশন সিকস নিউ ভোট’। গণমাধ্যমটি জানিয়েছে, শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট খুব সহজেই সরকার গঠনে নূন্যতম ১৫০টি আসন পেয়েছে। তবে নির্বাচনের ফল মেনে নেয়নি বিরোধীরা। নির্বাচন সংক্রান্ত সহিংসতায় সারাদেশে ১৭ জনের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে তারা।

 

আর কলকাতার জনপ্রিয় পত্রিকা আনন্দবাজার ‘‘অবিশ্বাস্য’, আওয়ামি প্লাবনে খড়কুটোর মতো ভেসে গেল বিএনপি-জামাত জোট, বাংলাদেশে ইতিহাস’। পত্রিকাটি তাদের সংবাদে জানায়, আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসতে পারে তা অনেকের ধারণা থাকলেও এত বড় ব্যবধানে জিতবে তা হয়তো স্বয়ং শেখ হাসিনাও ভাবতে পারেননি। আওয়ামী লীগের বিপুল জয়ে মুছে গেল বিরোধীরা।

 

এদিকে মার্কিন গণমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস’র শিরোনাম ছিল- ‘বাংলাদেশ প্রাইম মিনিস্টার উইনস থার্ড টার্ম এমিড ডেডলি ভায়োলেন্স অন ইলেকশন ডে’। তাদের প্রতিবেদনে বলা হয়, নির্বাচন কমিশন জানিয়েছে বিপুল ব্যবধানে জয় পেয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে বিরোধীরা ফল মেনে নেয়নি।

 

অন্যদিকে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন জানায়, সুষ্ঠু নিরাপত্তার জন্য সারাদেশে ৬ লাখ নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছিল। তবু নির্বাচনে ১৭ জন নিহত হয়। নির্বাচনের ফলাফল অনুযায়ী, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করতে যাচ্ছে। তবে বিরোধীদল নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে নতুন নির্বাচন চেয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD