সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশালে পথচিত্র ও আলপনা অঙ্কনের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পথচিত্র ও আলপনা অঙ্কনের উদ্বোধন করেন জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার। এ সময় সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ ও চারুকলার নেতারা উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের দিনব্যাপী (১৯ থেকে ২১ ফেব্রুয়ারি) একুশের অনুষ্ঠানমালার অংশ হিসেবে চারুকলা নামে একটি সংগঠনের উদ্যোগে এ পথচিত্র ও আলপনা অঙ্কনের আয়োজন করা হয়।
চারুকলার সাধারণ সম্পাদক সুভাস দাস জানান, ‘প্রতি বছর কেন্দ্রীয় শহীদ মিনারে তিন দিনব্যাপী একুশের অনুষ্ঠান মালার আয়োজন করে সমন্বয় পরিষদ।
অনুষ্ঠান প্রানবন্ত করতে চারুকলা বরিশাল প্রতি বছর শহীদ মিনার সংলগ্ন সার্কিট হাউজের দেয়ালে দেয়াল চিত্র করে থাকে। এ ধারাবাহিকতায় এবারও একুশের অনুষ্ঠানমালাকে কেন্দ্র করে দেয়াল চিত্র ও আলপনা কার্যক্রম হাতে নিয়েছে চারুকলা। ’
Leave a Reply