শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন
সুমন তালুকদার,গৌরনদী॥ কৃষিজমি থেকে মাটি কেটে কৃষিজমি নষ্ট করে ইট তৈরি ও জ্বালানি হিসেবে কাঠ পোড়ানোর অভিযোগে বরিশালের গৌরনদী উপজেলা ভ্রাম্যমাণ আদালত সোমবার বিকেলে উপজেলার উত্তর বাউরগাতি গ্রামের লাইসেন্সবিহীন এম, এস. এস. ইটভাটার মালিককে ১ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার উত্তর বাউরগাতি গ্রামের লাইসেন্সবিহীন ইটভাটা এম, এস. এস. ইটভাটায় কৃষিজমি থেকে মাটি কেটে কৃষিজমি নষ্ট করে ইট তৈরি করা হচ্ছিল ও জ্বালানি হিসেবে ওই ভাটায় কাঠ পোড়ানো হচ্ছিল।গোপন সূত্রে এ খবর জানতে পেরে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সোমবার বিকেলে ওই ভাটায় অভিযান চালায়।
এ সময় আদালতের সামনে ঘটনা প্রমাণিত হলে আদালত ইটভাটার মালিক মোঃ মামুন খানকে কৃষিজমি নষ্ট করে ইট তৈরির দায়ে ৬০ হাজার টাকা ও জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা মিলে সর্বমোট ১ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ২১ দিন বিনাশ্রম কারাদণ্ড দেন। আদালত পরিচালনায় সহায়তা করেন গৌরনদী উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান, গৌরনদী মডেল থানা পুলিশ ও গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ও সদস্যরা।
অভিযানের সত্যতায় গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম প্রিন্স বলেন, অভিযানকালে আদালত দেখতে পায় যে, ভাটাটির কোনো লাইসেন্স নেই। ভাটার মালিক কৃষিজমি থেকে মাটি কেটে কৃষিজমি নষ্ট করে ইট তৈরি করছেন ও জ্বালানি হিসেবে তার ভাটায় কাঠ পোড়ানো হচ্ছে।এ অবস্থায় মালিক আদালতকে জানান, তিনি লাইসেন্স করতে দিয়েছেন, শিগরই লাইসেন্সটি হাতে পাবেন। ফলে আদালত তাকে আগামী দেড় মাসের মধ্যে লাইসেন্স করার সময়সীমা বেঁধে দেয়।
Leave a Reply