শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:২৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
এদেশে যত ইসলামি শিক্ষা ও ইসলামি বড় বড় অবকাঠামো নির্মান হয়েছে সবই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেষ্টায় হয়েছে। ইসলামি ফাউন্ডেশন নির্মান, মাদ্রাসা শিক্ষা উন্নতি করনে বঙ্গবন্ধুর অবদানের শেষ নেই। তারই ধারাবাহিকতায় তারই সুযোগ্য কণ্যা জননেত্রী শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার চাহিদানুযায়ি কওমি মাদ্রাসার স্বীকৃতি সহ ইসলামি শিক্ষা যুগাপোযোগি ও আধুনিকরনে মাননীয় প্রধানমন্ত্রী নিরলসভাবে পরিশ্রম করছেন। তাই ইসলামি শিক্ষার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকা মার্কাকে বিজয়ি করার কোন বিকল্প নেই।
গতকাল মঙ্গলবার দুপুরে পিরোজপুর-১ আসনে বাংলাদেশ আ.লীগ মনোনীত নৌকা প্রতিকের সংসদ সদস্য পদ প্রার্থী এ্যাডঃ শ.ম রেজাউল করিম এ কথাগুলো বলেন।
নেছারাবাদ উপজেলার অডিটরিয়ামে আলেম ওলামের সাথে এক মতবিনিময় সভায় নৌকা মার্কার প্রার্থী শ.ম রেজাউল করিম আরো বলেন, আমি নির্বাচিত হলে কোন দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারবেনা। টেন্ডারবাজি,মাদক, সন্ত্রাসী কোন লোক আমার কাছে আসতে পারবেনা। তাদের কখনো প্রশয়ও দেবনা। আমি নির্বাচিত হলে নেছারাবাদ উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তর করবো। তাই আগামী ৩০ ডিসেম্বর সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য আহবান জানান তিনি।
এসময় আরো বক্ত্যব্যে রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ্ আলম। স্বরূপকাঠি পৌর মেয়র মো. গোলাম কবিরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারন সম্পাদক এস,এম ফুয়াদ, সাবেক উপজেলা চেয়ারম্যান এস,এম মুইদুল ইসলাম, সহকারি অধ্যাপক মাহমুদুর রহমান খান,স্বরূপকাঠি পূজা পরিষদের আহবায়ক শশাঙ্ক সমদ্দার প্রমুখ।
Leave a Reply