শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:১৮ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা শিশুদের নিয়ে দিনব্যাপী শিশু শিক্ষা মেলার আয়োজন করেছে কমিউনিটি ডেভলাপমেন্ট সেন্টার (কোডেক)। ১৮ ডিসেম্বর সকাল ৯ টায় কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত শিশু শিক্ষা মেলায় কোডেক ছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে প্রাক প্রাথমিক শিশু শিক্ষা (লার্নিং সেন্টার)দানে নিয়োজিত আরো কয়েকটি এনজিও সংস্থা অংশ নেয়। এসব সংস্থাও স্টল বসায়।
মেলার উদ্ধোধন করেন কমিউনিটি ডেভলাপমেন্ট সেন্টার (কোডেক) পরিচালক এবিএম মনির হেলাল।মেলার শুরুতেই বিস্তারিত তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে কোডেক পরিচালিত প্রাক-প্রাথমিক শিক্ষা(লার্নিং সেন্টার) কেন্দ্রের সভাপতি টিংকু বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত রোহিঙ্গা শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদৌজা। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে কুতুপালং ক্যাম্প-৭ এর ইনচার্জ উপসচিব রফিকুল ইসলাম, ক্যাম্প-১,২ ও ৩ এর ইনচার্জ উপসচিব অরুপ রতন সিংহ,কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের সহকারী ইনচার্জ শামীমা আক্তার জাহান, ক্যাম্প-৫ এর সহকারী ইনচার্জ মো:রাসেল, উখিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর, ইউএনএইচসিআর এর শিক্ষা অফিসার জেমস উনিয়াংস,কোডেকের ডেপুটি পরিচালক তোসাদ্দেক হোসেন দুলু, ফোকাল পার্সন আতিয়ার রহমান প্রমুখ।
এ সময় রোহিঙ্গা ক্যাম্পে কোডেক পরিচালিত শিক্ষা (লার্নিং সেন্টার) কেন্দ্রের দায়ীত্বশীল কর্মকর্তাদের মধ্যে আলমগীর কবির,এরিয়া ম্যানেজার তবারক হোসেন সহ বিভিন্ন লার্নিং সেন্টারের শিক্ষক -শিক্ষিকারা উপস্থিত ছিলেন।অনুষ্টানের শেষে কোডেক,ঢাকা আহছানিয়া মিশন বিভিন্ন এনজিও’র স্টলকে কর্মের স্বীকৃতি স্বরুপ ক্রেস্ট প্রধান পূর্বক পুরস্কৃত করা হয়।
Leave a Reply