শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:কক্সবাজার-৩ (সদর ও রামু) আসনের আওয়ামী লীগের প্রার্থী সাইমুম সারওয়ার কমল। নির্বাচন উপলক্ষে ব্যানার, পোস্টার সবাই ছাপিয়েছেন, তার ব্যতিক্রম হয়নি কমলেরও। তবে তার একটি পোস্টারে দেখা গেল ভিন্নতা।
ভিন্নতা বলতে তার পোস্টারে বাংলা ভাষার পরিবর্তে পাওয়া গেছে রাখাইন ভাষা। যা আসলেও ভিন্নতার পরিচয় দিয়েছে। এই পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে। তবে এ পোস্টার কমল ছাপিয়েছেন কিনা, সে ব্যাপারে তার প্রচার সেলের প্রধান নীতিশ বড়ুয়া বলেন, এরকম কোন পোস্টার তারা ছাপাননি, তবে যেহেতু রাখাইনরা বাংলা ভাষা তেমন বোঝেন না, সেক্ষেত্রে রাখাইন গোষ্ঠীরা এমন পোস্টার ছাপতে পারে।
কক্সবাজার-৩ আসনে ভোটারদের একাংশ রাখাইন জনগোষ্ঠী। এই আসনে তাদের সংখ্যা প্রায় ১৫ হাজার। স্বাভাবিকভাবেই বাংলা বোঝেন না তারা। তাই তাদের নজর কাড়তে রাখাইন ভাষায় নির্বাচনী পোস্টার ছাপিয়েছেন বলেই ধারণা করা হচ্ছে।
এদিকে নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-৩ আসনে প্রচারণা চালাচ্ছেন বিএনপি ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা। তবে এই আসনে বিএনপির শক্ত অবস্থান রয়েছে। ২০০৮ সালে সেখান থেকে জয় পায় বিএনপি। তবে ২০১৪ সালে আসনটি থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন কমল।
Leave a Reply