শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৫৬ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি:ভোলার দৌলতখানে অজ্ঞান পার্টির খপ্পরে পরে এক তেল ব্যবসায়ী মারা গেছেন। শুক্রবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত কাশেম হাওলাদার (৩৩) ভোলা সদর থানার ধুনিয়া এলাকার রাজি মিয়া হাওলাদারের পুত্র।
মৃতের ভাই আবদুল বাছেদ হাওলাদার জানান, তেল পরিবহনের জন্য কাশেম হাওলাদারের নিজের ট্যাংক লড়ি রয়েছে। যাতে করে বরিশাল থেকে তেল নিয়ে ভোলার বিভিন্নস্থানে বিক্রি করা হতো। বৃহস্পতিবার দুপুরে ভোলার দৌলতখান থানার বাংলাবাজারের একটি তেলের দোকানে পাওনা আদায়ের জন্য যান কাশেম হাওলাদার। ওই দোকানে বসা অবস্থায় আকস্মিক সে অচেতন হয়ে মেঝেতে লুটিয়ে পরলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তার ভাই কাশেম অজ্ঞান পার্টির খপ্পরে পরেছিলো। হাসপাতালে কাশেমের অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে সে মৃতবরন করেছেন।
Leave a Reply