বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন
এইচ.এম হেলাল : বরিশাল নগরীর লাকুটিয়া সড়কের সাধুর বটতলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি বসতবাড়ি ও দুইটি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। এই অগ্নিকাণ্ডে এক প্রতিবন্ধী ব্যক্তি আহত হন। ভুক্তভোগীদের দাবি, আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১২টার দিকে রফিক হাওলাদারের তেলের দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পাশের শহিদুল ইসলামের চায়ের দোকান এবং দুইটি বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন এবং নিজেরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।
খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা ব্যাপক দুর্ভোগের মুখে পড়েন।
বরিশাল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. লিটন আহম্মেদ জানান, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনের লেলিহান শিখা আশপাশের দোকান ও বসতবাড়িগুলো গ্রাস করে নেয়। পরে ফায়ার সার্ভিসের টিম দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, “আমরা একটি বসতবাড়ি থেকে একজন প্রতিবন্ধী ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করি এবং দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়।”
স্থানীয় বাসিন্দারা জানান, এই অগ্নিকাণ্ডে তাদের অনেক মূল্যবান মালামাল ও সম্পদ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন মানবেতর জীবনযাপন করছেন এবং সরকারের সহায়তা কামনা করছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
Leave a Reply