সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের নেছারাবাদে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগে সম্প্রতি অভিযান চালানো হয়েছে। প্রশাসন অভিযানের মাধ্যমে এক্সপ্রেস বাস কাউন্টার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও, তারা আইনকানুনকে তোয়াক্কা না করে তাদের প্রভাব বিস্তার অব্যাহত রেখেছেন। যাত্রীদের অভিযোগ, যাত্রীদের জিম্মি করে বাস কাউন্টার মালিকরা সিন্ডিকেট গঠন করে অতিরিক্ত ভাড়া আদায় করছেন, যা সাধারণ মানুষের জন্য অত্যন্ত অস্বস্তিকর।
এ বিষয়ে গত ২ এপ্রিল বিকেলে নেছারাবাদ থানা পুলিশের সহায়তায় স্বরূপকাঠির বাসটার্মিনালে অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান মাহামুদ। অভিযানে মোল্লা এক্সপ্রেসের কাউন্টার মালিক হৃদয় বিক্রমকে সাত হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে, অভিযানের সময় কিছু বাস কাউন্টার মালিকরা বিপদ আঁচ করতে পেরে কাউন্টার বন্ধ করে সটকে পড়েন।
যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে যাত্রীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। আরমান নামে একজন যাত্রী বলেন, “এখানে ৫০০ টাকার ভাড়া থেকে ৮০০ টাকা নেওয়া হচ্ছে, যা খুবই অবৈধ। প্রশাসনকে আরও তৎপর থাকতে হবে।” এমন পরিস্থিতিতে, বিভিন্ন কাউন্টার মালিকরা নিজেদের মধ্যে সমন্বয়হীনতার কথা বলছেন। এক কাউন্টার মালিক নাম প্রকাশ না করার শর্তে জানান, “এখানে যদি আমি ১০০ টাকা কম নিই, তবে সবাই আমাকে চেপে ধরবে। তাই বাধ্য হয়ে বাড়তি ভাড়া নিচ্ছি।”
অন্যদিকে, হৃদয় বিক্রম অভিযোগ করে বলেন, “এখানে সবাই ৮০০ টাকা করে ভাড়া নিচ্ছে। আমাকে জরিমানা করা হয়েছে, কিন্তু অন্য কাউন্টার মালিকদের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।” এ ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের ভোগান্তি আরও বাড়ছে, আর প্রশাসন বলছে যে তারা এই ধরনের অভিযান চালিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
নেছারাবাদ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান মাহামুদ জানিয়েছেন, “আমরা যাত্রীদের ভোগান্তি কমানোর জন্য এই অভিযান অব্যাহত রাখব এবং আইন ভঙ্গকারী কাউন্টার মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
Leave a Reply