শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:০৪ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলায় ফুল দেওয়ার লোভ দেখিয়ে ১২ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল খালেক (৮০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। আটক আব্দুল খালেক ভোলা খেয়াঘাট সড়কের সার্কিট হাউস এলাকায় অবস্থিত ‘ডরপ’ এনজিও সংস্থার অফিসের কেয়ারটেকার ও একই এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে শিশুর বাবার দায়ের করা ধর্ষণ মামলায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে তাকে ভোলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড সার্কিট হাউস এলাকা থেকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল খালেক ধর্ষণের কথা স্বীকার করেছেন বলে জানান ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনায়েত হোসেন।
ধর্ষণের শিকার শিশুর বাবা বলেন, “আমার ১২ বছরের মেয়ে মানসিক ভারসাম্যহীন। বুধবার দুপুর থেকে তাকে বাড়িতে দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি চলে। অবশেষে বাড়ির পাশে ‘ডরপ’ এনজিও সংস্থার অফিসের ভেতরে বিকেল ৩টার দিকে তাকে পাওয়া যায়। পরে তাকে ওখানে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে সে জানায়, সেই অফিসের কেয়ারটেকার আব্দুল খালেক তাকে ফুল দেওয়ার কথা বলে গেটের ভেতরে নিয়ে ধর্ষণ করেছে।
পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা আব্দুল খালেককে আটকে রেখে থানায় খবর দিলে পুলিশ তাকে থানায় নেয়।
ভোলা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডা. আমানুল্লহ জানান, ধর্ষণের শিকার হওয়া ১২ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশু এসেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি তার মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষা চলছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনায়েত হোসেন বলেন, একজন প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় আব্দুল খালেক নামের এক বৃদ্ধকে আটক করা হয়েছে। পরে ধর্ষিতার বাবার দায়েরকৃত মামলার ভিত্তিতে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
Leave a Reply