রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৭ পূর্বাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ বরিশালের বানারীপাড়া পৌরসভার পঞ্চমতম নির্বাচনে বিএনপির সভাপতি ধানের শীষে ভোট না দিয়ে প্রকাশ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর প্রতীক নারিকেল গাছে ভোট দিয়ে উত্তম মাধ্যমের স্বীকার হয়েছিলেন।
আর এ কারনে খোদ বিএনপির নেতা ও কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা তাকে দল থেকে বহিস্কার করার জন্য উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের কাছে আহবান জানিয়েছেন। গত ১৪ ফ্রেব্রুয়ারী বানারীপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের কেন্দ্র মাহমুদিয়া মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ঘটনার সময়ে এই প্রতিবেদক ওই কেন্দ্রে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলো। বিএনপির সভাপতি হয়ে ধানের শীষে ভোট না দিয়ে প্রকাশ্যে টেবিলের ওপরে নারিকেল গাছ মার্কায় ভোট দেওয়ায় একজন কাউন্সিলর প্রার্থীর এজেন্ট ও নৌকা প্রতীকের এজেন্টের মারধর হজম করতে হয় তাকে।
অভিযুক্ত রফিকুল ইসলাম বানারীপাড়া পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি। তার বিরুদ্ধে ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সমর্থক একজন কাউন্সিলরের যোগসাজগে বন্দর বাজারের সরকারি খাস সম্পত্তি নামে-বেনামে দখল করারও অভিযোগ রয়েছে।
কাউন্সিলর প্রার্থীর এজেন্ট ফয়েজ আহম্মেদ শাওন জানান তার সামনেই রফিকুল ইসলাম নারিকেল গাছ প্রতীকে ভোট দিয়েছেন। এ বিষয়ে জানতে রফিকুল ইসলামের মুঠোফোনে কল করলে তার নম্বর বন্ধ পাওয়া যায়।
Leave a Reply