মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন
থানা প্রতিনিধি॥ বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়ন থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে ইউনিয়নের কড়ইতলা নদীর সেতুসংলগ্ন দুলালের চায়ের দোকানের বেঞ্চিতে লাশটি পড়েছিল।
লাশের মুখমণ্ডল কাপড়ে বাঁধা ছিল। তাকে হত্যা করে সেখানে রেখে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
বরিশাল কোতোয়ালি থানার এসআই রিয়াজুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে স্থানীয়রা পলিথিনে মোড়ানো একটি প্যাকেট দেখতে পেয়ে কাছে গেলে লাশটি তাদের নজরে আসে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার মো. রাসেল, পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামানসহ পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) এবং সিআইডির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সহকারী কমিশনার মো. রাসেল।
Leave a Reply