বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ন
বরিশাল প্রতিনিধি॥ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ কাজীরচর এলাকায় ৪র্থ শ্রেণির ছাত্রীকে অপহরণ ও ধর্ষণে সহযোগিতা করায় মালেকা বেগম নামের এক নারীকে ১৪ বছর কারাদণ্ড দেয়া হয়েছে। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছরের দণ্ডাদেশ দেয়া হয়। মামলার প্রধান আসামি কবিরাজ বাচ্চু বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করায় তাকে অব্যাহতি দেয়া হয়েছে।
রোববার বিকেলে আসামির উপস্থিতিতে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মালেকা ওই উপজেলার দক্ষিণ কাজীরচরের কালাম মৃধার স্ত্রী।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান, ২০১৩ সালের ১৯ জুন মালেকা বেগমের সহায়তায় কবিরাজ বাচ্চু শিশুটিকে স্পীডবোটযোগে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ওই বছরের ২২ জুন মেহেন্দীগঞ্জ থানায় ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন শিশুর বাবা।
একই বছরের ১৮ সেপ্টেম্বর বাচ্চু ও মালেকাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই তারিকুজ্জামান। মামলার বিচার কার্যক্রম চলার সময় প্রধান আসামির মৃত্যু হয়। ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ধর্ষণে সহায়তার অভিযোগ প্রমাণিত হওয়ায় মালেকাকে ওই দণ্ডাদেশ দেয়া হয়।
Leave a Reply